দেবহাটা প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও দলীয় কর্মকান্ড গতিশীল করতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় এ সভা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, সহ-সভাপতি শরৎচন্দ্র ঘোষ, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আসাদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, কুলিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি আ. লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও দলীয় কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এদিকে নিজেকে সম্ভব্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা থেকে সরিয়ে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ হুসাইন শওকত। উপস্থিত ছিলেন উপজেলা সমাসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষক শহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে এবং ১টি শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। যার মধ্যে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের শিক্ষার্থী অভিক ঘোষ প্রথম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফরিদা পারভীন ২য় এবং পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বজল হোসেন ৩য় স্থান অর্জন করে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ১ম, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় ২য় ও দেবহাটা সরকারি বিবিএমপি পাবলিক ইন্সটিটিউশান ৩য় স্থান অর্জন করায় পুরস্কৃত হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।