শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার টিকিট নামক স্থানে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে
চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য জেলি পুশ করার সময় ৩০০ কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দেবহাটা টিকিট এলাকায় এই অভিযান চালায় র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।এসময় ৩০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে চেংড়ি ডাম্পার মেশিন দ্বারা বিনষ্ট করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃআব্দুল্লাহ আল মামুন এক্সিকিউটর ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সাতক্ষীরা ও সিনিয়র সাইন্টিফিক অফিসার নূরে আলম।
সাজাপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন টিকেট হিজলডাংগা গ্ৰামের তারাপদ সরকার এর পুত্র রবিন্দনাথ সরকারকে (তিন মাসের সাজা ও বিশ হাজার টাকা জরিমানা) হাজী মোস্তফা সানার পুত্র রফিকুল ইসলামকে (দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ও ১১জন নারী পুরুষকে প্রথম বারের মতো মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার টিকিট নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করা অবস্থায় দুই ব্যবসায়ীকে আটক ও ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়।পরে পুস্কিত চেংড়ি ডাম্পার মেশিন দ্বারা বিনষ্ট করা হয়।