শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৫টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাকক্ষে উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহামুদুল হক লাভলু, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মাদ উল্লাহ বাচ্চু, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মহসিন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, সহ-সভাপতি আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক এস কে ওভি, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ, সাবেক যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাবেক অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন ও কবির হোসেন, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ্বাস, আব্দুস সালাম, এসএম নাসির উদ্দীন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে দোয়া ও মোনজাত পরিচালনা করেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু আহমেদ।