বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধিঃ
বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, ব্যাংকসহ অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের টাকা-পয়সা লুট করে নিয়ে গেছেন হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্যরা। বর্তমানে অর্থনৈতিকভাবে বাংলাদেশ তলানিতে পৌঁছেছে।”তিনি আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতও গত তিনটি তামাশার জাতীয় নির্বাচনকে সমর্থন করেছে। ভারত আওয়ামী লীগ এবং হাসিনা ছাড়া কিছুই বুঝে না। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এডভোকেট রিনা পারভিন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে জেলার পাঁচ উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। দীর্ঘদিন পর এই জেলায় সাংগঠনিক সফরে কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। অডিটরিয়ামের ভিতরে শুধুমাত্র তালিকাভূক্ত ডেলিগেট সদস্যরা স্থান পায়, তবে অডিটরিয়ামের বাইরেও বিএনপি’র অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতা কর্মী কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেন। সভায় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা এবং দেবীগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতারা স্ব স্ব ইউনিটের সাংগঠনিক বর্তমান অবস্থা তুলে ধরেন। তৃণমূলের নেতারা জেলা বিএনপি’র সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠনের প্রস্তাবও দেন। বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সভা শেষে সাংবাদিকদের জানান, পঞ্চগড় জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। জেলার ৪৩ ইউনিয়ন, পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার সকল নেতা-কর্মী বর্তমান জেলা বিএনপি’র নেতৃত্বে একত্রিত। তিনি বলেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি, মার্চ মাসে পঞ্চগড় জেলা বিএনপি’র কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে, তবে খুব সম্ভব আগামী রমজান মাসের আগেই ফেব্রুয়ারি মাসের শেষে কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে সকল আন্দোলন সংগ্রামে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা আগামী দিনে নির্বাচন সহ যে কোন আন্দোলনে তারেক রহমানের নির্দেশে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।