মোহাম্মদ সোলাইমান, হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
মধ্যে প্রাচ্যের দেশ ওমানে সাগরের পানিতে ডুবে নিহত
ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ড দুই ভাইয়ে মর্মান্তিক
মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় (রবিবার ৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ওমানের মাস্কাট শহরের জেবল সিফা সাগরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা
আব্বাস (২৬) আজাদ( ১৯) তারা ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড মৃত আহমদ পুত্র বলে জানা গিয়েছেন।
তারা দীর্ঘদিন এ যাবত স্ব পরিবার ওমানের হামিরিয়ায়
বসবাস করুন
রবিবার রাতে তারা দুই ভাই সহ ৫ বন্ধু মিলে মাস্কাট
জেবল সিফা সাগরে বেড়াতে যান,
সবাই মিলে সাগরে নামলে জোয়ারের পানিতে ভেসে
গিয়ে নিখোঁজ হন দুই ভাই
রাতে খুঁজাখুঁজি করে না পেলেও ( সোমবার) সকালে ওমান রয়েল পুলিশের একটি টিম দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।
বর্তমান তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম
রয়েল পুলিশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
নিহতদের মামা নাছির উদ্দীন জানান বুধবার রাতেই
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে
বাংলাদেশ উদ্দেশ্যে মরদেহ পাঠানো হবে
বিকাল ৩ টার ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার বাদে আসর নাজিরহাট বড় মাদ্রাসার মাঠে নিহত দুই ভাইয়ের জানাজার নামাজ
অনুষ্ঠিত হবে। বলে নিশ্চিত করেন