হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি, সোলাইমান
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম এরশাদের মমতাময়ী মা নুর বেগম (৬৫) বুধবার সকাল সোয়া এগারটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমা ফতেপুর ইউনিয়নের বখতেয়ার ফকির বাড়ির মোঃ জহির আহমেদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে চার পুত্র ও তিন কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আছর নামাজের পর মদন ফকির (রহঃ)’র মাজার প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।