আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ হলে ১ শিশুর লাশ উদ্ধার করেছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল।অপর শিশু উদ্ধার অভিযান চলছে।
রোববার ৩০ এপ্রিল বিকাল ৫ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায় মোঃ আমির হামজা (৮) পিতা আব্দুল আউয়াল মোঃ রিমন (৯) পিতা: মোঃ বাবুল উভয় সাং:-চান্দেরচর থানা: সিরাজদিখান জেলা:-মুন্সীগঞ্জ চাঁন্দেরচর লেকু মার্কেট সাকিনে কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে ২ শিশু গোসল করতে গিয়ে তলিয়ে যায়।খবর পেয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে অদ্য:-রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ভিকটিম রিমনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে।
সিরাজখান ফায়ার সার্ভিস এর (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাত ৮টার দিকে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার জন্য অভিযান চালানো হবে।