মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় খাস দিঘি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১ টার উপজেলার পরানপুর ইউপির দাওয়াইল মৎস্যজীবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছে। আহতরা হলেন আলম, তহমিনা, সানোয়ারা বেগম, তানিয়া খাতুন ও খাদিজা বেগম। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শেহের আলী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি মামলা দায়ের। অভিযুক্তরা হলেন মৃত আজীম উদ্দিন এর ছেলে জুয়েল রানা, দিলজান কবিরাজের ছেলে হারুনুর রশিদ, করিমুল্লার ছেলে ইউসুফ আলী, মনির সরদারের ছেলে সাইদুর রহমান, সবুজ হোসেন ও ফজলুর রহমান, উভয় পিতা মজিবুর রহমান, সাইফুল ইসলামের ছেলে নাজমুল হক, মৃত মনির সরদারের ছেলে নওশাদ আলী, নজর আলীর ছেলে আইনুল ইসলাম, গিয়াস উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন, ইউসুফ আলীর ছেলে হাফিজুর রহমান, হারুন ও রশিদের ছেলে আব্দুর রশিদ, আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম, মুজিবুর রহমানের ছেলে ইমাজ উদ্দিন ও ইকবাল হোসেন। ভুক্তভোগী শেহের আলী জানান, মৎস্যজীবীদের ভোগ দখলের জন্য বিলমান্দায় ৪টি দিঘী খনন কর হয়। এই দিঘিগুলো মৎস্যজীবী পাড়ার প্রায় ১২৮ জন জেলে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। পাশাপাশি কিছু টাকা মৎস্যজীবী পড়া বাইতুল মামুর জামে মসজিদে প্রদান করা হয়। কিন্তু এ বছর আমরা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে ভোট করায়, আমাদের দিঘিতে নামতে দিচ্ছে না জুয়েল ও হারুন গংগা। স্থানীয় হুজুর আলী, আইয়ুব আলী, খোদাবক্স জানান, ঘটনার দিন ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জলের হুকুমে লাঠি সোটা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শেহের বক্সকে মারপিট করে পরে তহমিনার বাড়িতে ভাঙচুর করে এতে বাধা দিতে গেলে এলোপাতাড়ি কুপিয়ে কয়েকজনকে জখম করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল জানান, ঘটনার দিন দুই গ্রুপের মধ্যে সমস্যার সমাধানের জন্য সেখানে যায় কিন্তু উত্তেজিত জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক কাজী জানান, শেহের আলী বাদী হয়ে একটি মামলা করেছে। আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।