মোঃ রায়হান আলী, মান্দা
নওগাঁর মান্দায় অতিরিক্ত টাকা আদায়, নিয়মিত সেচ না দেওয়া, স্বেচ্ছাচারিতা স্বজন প্রীতি সহ নানা অনিমের অভিযোগে গভীর নলকূপের অপারেটর খয়বর আলী মন্ডলেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শতাধিক কৃষক। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার কশব ইউপির ভোলাগাড়ি পূর্ব পাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক ফজলুল হক, খলিলুর রহমান, লিটন সরদার, আইয়ুব মন্ডল, নেকবর প্রামানিক, মমতাজ হোসেন, সামাদ সরদার সহ শতাধিক কৃষক। অভিযোগ সূত্রে জানা যায়, ভোলাগাড়ি গ্রামের মৃত পুলিন মন্ডলের ছেলে খয়বর আলী মন্ডল ১৫-২০ বছর যাবত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এর গভীর নলকূপ এককভাবে কৃষকের মতামত না নিয়ে প্রভাব খাটিয়ে পরিচালনা করে আসছে। এমন অভিযোগে সংশ্লিষ্ট দপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোন প্রতিকার মেলেনি বলেও অভিযোগ করেন কৃষকরা। এমতাবস্থায় মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ অপারেটর খয়বরের বিরুদ্ধে আনিত অভিযোগের সঠিক তদন্ত করে তাকে অপসারণ করে কৃষকের মতামতের মাধ্যমে গভীর নলকূপটি পরিচালনা করার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় অভিযুক্ত খয়বর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে তিনি জানান, বাপ দাদার আমল থেকে গভীর নলকূপটি আমরা পরিচালনা করে আসছি এর আগে কোন কৃষক অভিযোগ করেনি। এ ব্যাপারে মান্দা উপজেলার শাখার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর প্রকৌশলী এস এম মিজানুর রহমান কাছে জানতে চাইলে তিনি জানান, অপারেটর খয়বরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি কৃষকদের স্বার্থে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।