মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় চাঁদার টাকা না পেয়ে ইউপি সদস্য হাফিজুরের নেতৃত্বে সন্ত্রাসী হামলা- আহত ৩

মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ৩নং পরানপুর ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে ৮-১০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি ঔষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ এপ্রিল) উপজেলার পরানপুর ইউপির বালুবাজার স্কুল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার পরানপুর ইউপি চককেশব পিয়াদা পাড়া গ্রামের মৃত হজরতুল্লার ছেলে ইদ্রিস আলী, তার ছেলে ইলিয়াস হোসাইন ও ইউনুস আলী। এদের মধ্যে ইলিয়াস হোসাইন ৩নং পরানপুর ইউনিয়নের কৃষক লীগের যুগ্ম সম্পাদক বলেঞ জানা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপরদিকে অভিযুক্তরা হলেন, চককেশব পিয়াদা পাড়া গ্রামের মৃত নাসির মল্লিকের ছেলে ইউপি সদস্য হাফিজুর মল্লিক, আহাদ আলীর ছেলে মনা ও আল- আমিন, সৌখিন এর ছেলে জিরু, মৃত ওকিন পিয়াদার ছেলে খাতাম ও রনি, এবং মমতাজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ সহ অজ্ঞাত ৮/১০জন দলবদ্ধ হয়ে হামলা চালায়।

এ ঘটনায় দোকান মালিক ইলিয়াস হোসেন জানান, ১নং খতিয়ান ভুক্ত সম্পত্তি সরকারি নীতিমালা অনুযায়ী লিজকৃত মুলে প্রাপ্ত হয়ে ১৯৯২ সাল হতে চককেশব মৌজার ১২৫১ও ১১১৫ দাগে এক একর ২৮ সম্পত্তি (পুকুর) ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় বেশ কিছুদিন যাবত ইউপি সদস্য হাফিজুর মল্লিক খাস জমির উল্লেখ করে আমাদের লিজকৃত পুকুর মাছ চাষে বাধা প্রধান করে। এবং পরবর্তীতে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সেই দাবিকৃত চাঁদার টাকা না দেওয়াই আজ সকাল ১০:০০ টার দিকে আমার ঔষুধের দোকানে হাফিজুর মল্লিকসহ তার ভাড়াটে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে আমাকে চাপাতি, ও হাসুয়া, দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের দেড় লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আমার ডাক চিৎকারে আমার বাবা ও ভাই এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর- এ আলম সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।