শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

নওগাঁয় প্রশাসনকে ম্যানেজ করেই তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউপির বকাপুর গ্রামে গিয়ে দেখা যায় ঐ গ্রামের মৃত লছির উদ্দিন সরদারের ছেলে নজরুল ইসলাম সরদার বকাপুর মৌজায় পাকা রাস্তার পাশে তাদের পৈত্রিক প্রায় ২ একর কৃষি জমিতে পুকুর খনন করছেন।

এর চারপাশে ইরি-বোরো ধান লাগানো হলেও ৬ বিঘা কৃষি জমিতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে এ পুকুর খননের কাজ। তবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সেখানে পুলিশ গিয়ে পুকুরের খনন কাজ বন্ধ করে দেন। কিন্তু পুলিশ চলে আসার কিছুক্ষণ পরেই, পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারো তারা পুরোদমে শুরু করেন পুকুর খননের কাজ।

এ ঘটনায় জমির মালিক নজরুল ইসলাম বলেন, আমার জমিতে পুকুর খনন করা হচ্ছে । তবে এ ব্যাপারে এমপি সাহেব সবকিছু জানেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব পুকুর খননের কাজ। প্রশাসনের উপস্থিতিতে লোক দেখানো কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা হলেও তরা চলে যাবার পর আবারও চলে পুরোদমে এসব পুকুর খননের কাজ।

এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, তিনি জেলায় মিটিংয়ে আছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে পুকুর খনন বন্ধ করে দেয়া হয়েছে। মিটিং শেষে ফিরে এসে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।