মোঃ রায়হান আলী নওগাঁঃ
প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কায় আকিম উদ্দিন শাহ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ডাক-বাংলোর পাশে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর অটোরিকশার চালক পলাতক রয়েছে। আকিম উদ্দিন শাহ উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলি গ্রামের মৃত আব্দুল্লাহ শাহের ছেলে।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, নিহত আকিম উদ্দিন শাহ একজন মানষিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে ডাক-বাংলোর আশাপাশে ঘুরাঘুরি করছিলেন। ডাক-বাংলোর পাশে রাস্তা পার হওয়ার সময়। এসময় ফেরিঘাট থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। অটো চালক পালিয়ে যায়।
তিনি বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।