প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় যুবদলের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি হত্যাকান্ডের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল। এসময় বক্তাগণ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
শনিবার (১৬ জুলাই ) বিকাল সাড়ে ৫টায় শহরের ব্রীজের মোড় স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে পৌর যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে যুবদলের নেতা কর্মীরা ।
পৌর যুবদলের আহ্বায়ক মেহেদুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি বাইজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন , সিনিয়র সহ-সভাপতি দেওয়ান ফারুক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. মইনুল হক লিটন, থানা যুবদলের আহ্বায়ক সরদার সাইফুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাশিফুজ্জামান উজ্জ্বল, এ কে এম রওশন ও কবির আলম লিটনসহ প্রমুখ।
কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে বক্তারা জানান , 'আওয়ামী লীগ দেশে টার্গেট কিলিং মিশন চালাচ্ছে। তারা এতোদিন দুর্নীতি, লুটপাট, গুমে লিপ্ত থাকার পর এখন টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন।'প্রসঙ্গত, গত সোমবার সন্ত্রাসীদের হামলায় নিহত যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।