মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ৬০ বছর ধরে ভোগ দখলীয় জমির মালিকের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা মামলা দিয়ে অভিনব কায়দায় জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার ৭নং প্রসাদপুর ইউপির কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ভূক্তভোগী জমির মালিক রওশনয়ারা বেগম উপজেলার এনায়েতপুর গ্রামের নাছের উদ্দিন মোল্যার মেয়ে বলে জানা যায়। অপরদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত রিয়াজ উদ্দীন মোল্যা ছেলে মোতাহারুল ইসলাম ,আজাহার আলী,রেজাউল করিম ও মোজাহার ইসলামসহ ভাড়াটে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী দিয়ে জবরদখলের তান্ডব চালিয়ে যাচ্ছে। অভিযোগ সূত্র জানা যায়, ভূক্তভোগী রওশনয়ারা বেগম বাপ-দাদার আমল থেকে ১৬ শতক সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা আদালতে গত (২৮ সেপ্টেম্বর) নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (১৪৪-১৪৫) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আমাদের হুমকি দিয়ে মোতাহারুল গংরা কৌশলে দুটি দোকানঘর উচ্ছেদ করেন জমি দখল করেন। ভুক্তভোগী রওশনয়ারা বেগম জানান, অভিযুক্তরা রাতারাতি আমার ইটের নির্মিত দুটি দোকানঘর ভাংচুর করে সরিয়ে ফেলে এবং আমার দখলী সম্পত্তিতে টিন দিয়ে ঘর নির্মাণ করে দখল নেয়। এছাড়াও ঘর নির্মাণের জন্য রাখা ২০ হাজার ইট তারা চুরি করে নিয়ে যায়। এতে করে কয়েক লক্ষ টাকার ক্ষতির করেছে তারা আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত মোতাহারুল ইসলাম দোকান ঘর ভাঙচুর ও ইট চুরির বিষয় অস্বীকার করেছেন। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।