মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় গ্রামীণ বরাদ্দের টাকা লুটপাট বন্ধ করুন, পল্লী রেশন চালু ও ষাট ঊর্ধ্ব শ্রমিকদের বিনা কিস্তিতে মাসিক ১০ হাজার টাকা পেনশনভাতার দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মান্দা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এক সমাবেশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার এস এম ফজলুর রহমান, মান্দা উপজেলা শাখার ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলী মন্ডল, মান্দা উপজেলা কমিটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবান পরামানিক, নওগাঁ জেলা ছাত্র ইউনিয়ন আব্বায়ক মোহাম্মদ ইরাক হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা এসময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের উত্থাপিত দাবি আদায়ের জোর দাবি জানান বক্তব্য রাখেন বক্তারা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।