মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে দিন-দুপুরে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির ২টি গরু চুরি করে নিয়ে যায় এলাকার চিহ্নিত দাদন ব্যবসায়ী রফিক গং। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামে গত (১২জুলাই) এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন গরুর মালিক আব্দুল মান্নান। আব্দুল মান্নান রামগঁ গ্রামের দবির মোল্লার ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের আবুল মোল্লা, তার স্ত্রী রোফিয়া, ছেলে রফিক, গফুর, রুবিনা, রুবেল, নাসির ও টিটু।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, গরু চুরির অভিযোগ দায়ের করায় অভিযুক্তরা সঙ্গবদ্ধ হয়ে চায়ের দোকান থেকে আমাকে তুলে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ভয় ভীতি দেখিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে। এসময় নির্যাতনে বাধা দিতে গিয়ে মান্নানের বড় ভাই আব্দুর রফিক ছোট ভাই আলআমিন ও তার স্ত্রী নাইচয়ারাকে আহত হন। আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
ভুক্তভোগী মান্নানের স্ত্রী শুকতারা জানান, দাদন ব্যবসায়ী রফিকে কাছ থেকে গত ২০২০ সালের দিকে সাংসারিক দায়বশত ২৫ হাজার টাকা সুদে ঋণ নিয়ে ৪মাস পরে সুদে আসলে ৪০ হাজার টাকা এককালীন পরিশোধ করা হয়। কিন্তু দাদন ব্যবসায়ী রফিক ব্যাকডেটে স্ট্যাম্পে ভুয়া স্বাক্ষর করে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। পরপর চার তারিখ তিনি কোর্টে আসল কাগজপত্র হাজির করতে পারেননি।
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম সাথে মোবাইলফোনে কথা হলে তিনি জানান, আব্দুল মান্নানের কাছে টাকা পাব সেজন্য আমরা তাদের দুটো গরু নিয়ে আসছিলাম পরে পুলিশ আসলে গরু ফেরত দেয়া হয়েছে। এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গরু উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।