মোঃ রায়হান আলী, (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ১১ হাজার পিছ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতিকে আটক করা হয়েছে।
বুধবার( ২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পত্নীতলা পুরাতন বাজার এলাকায় মেসার্স শাহীন মেডিকেল স্টোর এর স্বত্বাধিকারী শাহীনুর ইসলাম শাহীন এর বসতবাড়ি তল্লাশী করে ১০০ মিঃগ্রাঃ ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করা হয়েছে।
এ অপরাধে শাহীনুর ইসলাম শাহীন (৩৭) ও তার স্ত্রী গুলশান আরা (৩০) উভয়কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য তারা দীর্ঘদিন যাবৎ ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে। এর আগেও তাদের বাড়ী হতে ট্যাপেন্টাডল উদ্ধার করেছিল প্রশাসন।
উল্লেখ, দেশে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধঘোষিত ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। মাদকসেবীরা ইয়াবার বিকল্প হিসেবে এ ট্যাবলেট সেবন করছেন। বর্তমানে এটি পত্নীতলায় গরিবের ইয়াবা নামে পরিচিতি লাভ করেছে।
এ ঘটনায় পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দুপুরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুমানা আফরোজ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিস্তারিত বর্ণনা করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।