মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৭শে আগস্ট বৈকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশোঁপাড়া ইউপির চকরামানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক সোলায়মান হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার পাঁচজনের নামে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন চকরামানন্দ গ্রামের অর্জুনের মোড় এলাকায় অবস্থিত মা বাবার দোয়া ফার্নিচার ও মার্ট এন্ড ভিশন শো -রুমে, প্রতিপক্ষের আব্দুল জলিল, আবুল হায়াত গোল্ডেন, স্বাধীন ও আফজাল হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করিয়া দোকানের ২টি সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে ফ্রিজের ডিলারকে দেওয়ার জন্য রাখা ৫ লক্ষ টাকা ওয়ারড্রপ এর তালা ভেঙ্গে লুট করে নিয়ে যায়।
এ সময় চকরামানন্দ গ্রামের মৃত জনাব আলীর ছেলে দোকান মালিক সোলায়মান ও তার ম্যানেজার ফজলুর রহমান বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে গুরুতর যখন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সোলাইমান গংদের মধ্যে জমি পাবো, তাই সেখানে গাছপালা লাগানোর জন্য গিয়েছিলাম কিন্তু টাকা পয়সা নেওয়া বা কাউকে মারপিট করা হয়নি। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধি