মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নিয়ন্ত্রণহীন বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতির ও গুম খুনের প্রতিবাদে নওগাঁর পোরশাতে বিক্ষোভ কর্মসূচি করেছে উপজেলা বিএনপি। সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সরাইগাছি চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা: মো. ছালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের বিনাভোটের সরকার ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করেছে। এখন নতুন করে ভোট ডাকাতির মেশিন ইভিএমে ভোট ডাকাতি করার নীল নকশা প্রণয়ন করছে। এই অবৈধ সরকারকে সহযোগিতা করতে নির্বাচন কমিশন। আমরা যার কারণে শুরু থেকে এই নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি। এখন পরিষ্কার এ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহে পরিণত হয়েছে। তাই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে এবং ইভিএম মেশিনে কোনো নির্বাচন হবে না।
বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারের দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। তবেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি কমবে।
বক্তারা বলেন, আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেছে। মন্ত্রীরা আবোল-তাবোল কথা বলছে। এগুলো সময় শেষ হয়ে যাওয়ার আগের লক্ষণ। এ সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। সময় এসেছে এই সরকারকে চূড়ান্তভাবে বিদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারই নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি অংশ নেবে।
এ সময় পোরশা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিউল উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহজামান শাহ্ চৌধুরীর সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম (ভিপি) রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক মুকুল, আসিফুল ইসলাম মুকুল, আসাদুল ইসলাম মুনির,নাদিম কুদ্দুস, পোরশা উপজেলার সাবেক সিনিয়র সহসভাপতি মো. তৌফিকুর রহমান শাহ,পোরশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ্ মোজাম্মেল হক চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়রের যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিয় কুমার দাসসহ প্রমুখ বক্তব্য রাখেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।