মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে। এ ব্যাপারে আব্দুল আজিজ ওরফে আজি বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাগডোব (উপরপাড়া) গ্রামের মৃত ময়েজ উদ্দীন মৃধার ছেলে মো. শহিদুল ইসলামের সাথে মহাদেবপুর (দুলালপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল আজিজ ওরফে আজির দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে আজির ভাতিজা বাগডোব গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন ও ফয়েজ উদ্দীনের ছেলে মো. আলতাব হোসেন মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মহাদেবপুর আসার পথে কন্দর্পপুর মোড়ে পৌঁছামাত্র বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে শহিদুল ইসলাম, তার বোন রুমিয়া বেগম, আমিনা বেগম, শহিদুলের স্ত্রী সাজেদা বেগম, মো. রানা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ফারুক হোসেন ও মো. আলতাব হোসেনের মাথা কেটে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।