মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
জানা যায়, ওই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকাদের সাথে অশালিন আচরণ, যৌন নির্যাতন, যৌন উত্তেজক কথা বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কু-রুচিপূর্ণ বার্তা লেখা এবং এক জৈষ্ঠ্য শিক্ষিকাকে কুপ্রস্তাবস নানা অনিয়মের অভিযোগের প্রতিবাদে প্রধান শিক্ষক আলতাব হোসেনের অপসারন ও শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নবীর উদ্দিন, রবিউল আওয়াল, রাসেল উদ্দিন, শহিদুল ইসলাম, হামিদুর রহমান, এমদাদুল হক, আব্দুস সাত্তার, এছাড়াও ওই প্রতিষ্ঠানের সহ-সভাপতি রুকসানা বেগম, সহকারী শিক্ষিকা স্বপ্না আক্তার, রওশনারা বেগম, রাবেয়া সুলতানা ও হায়দার আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান গত ২৩/০২/২৩ইং তারিখে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে ফাসানোর জন্য অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যপারে মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, প্রধান শিক্ষক আলতাব হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিন সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক বিধি অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।