মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ১৩নং কশব ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানকে বিয়ের দাবিতে অনশন করেন এক মহিলা। তবে চেয়ারম্যান বলেন আমার মানহানি করার উদ্দেশ্যে আজ দুপুর দুইটার দিকে আমেনা নামে এক মহিলা হঠাৎ করে এসে জণসম্মুখে আমাকে জড়িয়ে ধরেন এবং বিয়ের দাবি জানান। ওই মেয়ের দাবি চেয়ারম্যান সাহেব বিয়ে না করলে বিষ পান করে আত্মহত্যা করবে বলো হুমকি দেন তিনি। এমন কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যান ইপি সদস্যগণ ও উপস্থিত স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান জানান সমাজ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে সাংবাদিক পরিচয় দানকারী দুই ব্যক্তি কে সঙ্গে করে নিয়ে এসে পরিষদের কক্ষে আমাকে জড়িয়ে ধরে বিভিন্নভাবে ছবি ধারণ করার চেষ্টা করে। এসময় আমি নিজের আত্মরক্ষার্থে পরিষদের মহিলা গ্রাম পুলিশ দ্বারা তাকে প্রতিহত করি। এসময় ইউপি উদ্যোক্ত, গ্রাম পুলিশ সহ স্থানীয় বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঐ মহিলা ইউনিয়ন পরিষদে মূলগেটের বাহিরে অবস্থান করছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দাবি এ ধরনের মহিলা হঠাৎ করে একজন স্বনামধন্য চেয়ারম্যানের মান ক্ষুন্ন করার জন্য এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এর সুষ্ঠু তদন্ত করে তার বিচারের দাবি জানাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অনশনরত ওই মহিলা জানান চেয়ারম্যান আমার সাবেক স্বামী। তিনি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মামলা উত্তোলন করতে বাধ্য করেন। এরপর থেকে আমার সঙ্গে আর কোন যোগাযোগ না করাই আমি আজকে এখানে বিয়ের দাবিতে এসেছি। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।