আমজাদ হোসেন নওগাঁঃ
নওগাঁর মান্দায় পুর্ব বিরোধের জের ধরে মন্জুর রহমান নামে এক বৃদ্ধ কে নির্মম ভাবে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের কর্ণভাগ গ্ৰামের বটতলা মোড়ে এঘটনা ঘটে। এঘটনায় মন্জুর রহমানের স্ত্রী বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেন। এই নেক্কারজনক ঘটনার একমাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ এমন অভিযোগ ভুক্তভোগী ও এলাকার সচেতন মহলের। অভিযোগ সুত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখে সন্ধ্যার দিকে কর্ণভাগ গ্ৰামের সমসেরর ছেলে আজাহার ও মৃত শশী সরদারের ছেলে সেকেন্দার, শ্রী যোগলের সারের দোকানে সামনে পথরোধ করে এলোপাথাড়ি মারপিট করে আহত করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু মন্জুর রহমানের বাম-পায়ের ফুলা থাকায় তাকে রেফার্ড করেন। পরে রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্ৰহন করেন তিনি। এঘটনায় ইউপি সদস্য সজিব হোসেন মিতুসহ স্থানীয় আবু বকর, নয়ন, আঃ রাজ্জাক এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী মন্জুরের স্ত্রী সোহাগী বলেন, আমার স্বামীকে এরকম ভাবে প্রকাশ্যে পিটিয়ে যখন করেছে কিন্তু থানায় গিয়ে বহু হয়রানির শিকার হয়েছি । ভুক্তভোগী মন্জুর রহমান বলেন, আমি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চার দিন এবং রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন চিকিৎসা নিয়েছে এরপরেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এক পর্যায়ে এ এস আই এরশাদ স্থানীয় সেকেন্দারের সঙ্গে যোগাযোগ করতে বলেন, পরবর্তীতে সেকেন্দারের মাধ্যমে দুই দফায় ১৫ হাজার টাকা দেওয়ার পর মামলা নিয়েছে পুলিশ। তবে টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান সেকেন্দার আলী। এ ব্যাপারে এ এস আই এরশাদ আলীর কাছে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত আছি পরে ফোন দিবো বলে ফোন কেটে দেন। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন মামলা নেওয়ার মতো বিষয় ছিলনা, এরপরও মামলা নিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মোঃ রায়হান আলী তাং ২৬.০১.২৫
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।