মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২জুন) বিকেলে ৩টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স নবায়ন না থাকা অস্বাস্থ্যকর পরিবেশসহ ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করে একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা, ও দেলুয়াবাড়ি বাজার অবস্থিত অবৈধ রোগমুক্তি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি বলেন, দুপুর ৩ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। লাইসেন্স নবায়ন না থাকা ও ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং বর্জ্যের অব্যবস্থাপনা না থাকার কারণে জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান পরিচালনা কালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এম ও) ডা. তাসনিম হুসাইন আরিফ,ও স্যানিটারি ইন্সপেক্টর অলিপ গোবিন্দ সরকার, গণমাধ্যমকর্মী-সহ পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।