মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় গভীর রাতে দুটি দোকানে আগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্সের ও একটি ভ্যারাইটিস ষ্টোর (মুদি) দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে গেছে। সোমবার রাত ২টার দিকে কুসুম্বা ইউপির বিলকরিল্যা বাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে এ অগ্নিকান্ণ্ডে ঘটনা ঘটে।
দোকান মালিকরা হলেন উপজেলার বিলকরিল্যা গ্রামের মুশফিকুর রহমানের ছেলে আল আমিন ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম রানা। ক্ষতিগ্রস্তের দোকান মালিকরা বলেন, প্রতিদিনের ন্যায় দোকানে বেচাকেনা শেষ করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি জায়। রাতে খবর পায়।
এব্যাপারে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব- অফিসার নুরুন্নবী বলেন, খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে দোকানের মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা।