মোঃ রায়হান আলী নওগাঁঃ
নওগাঁর মান্দা চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।
এ সময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ আলী, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সরদার, নওগাঁ জেলা চাউলকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, চাউলকল ব্যবসায়ী হেলাল উদ্দিন ম-লসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ১ হাজার ৬৬৩ মেট্রিকটন ধান ও ৪১১ মেট্রিকটন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিকেজি ধান ৩০ টাকা ও প্রতিকেজি চাল ৪৪ টাকা দরে কেনা হবে