মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় শিক্ষার্থী নির্যাতন, অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে চকগোপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
স্থানীয় রিপন মাহবুব নামে এক যুবকের সভাপতিত্বে রবিবার (২৮ মে) বেলা ১২ টার সময় উপজেলার চকগোপাল হাইস্কুল মাঠে স্থানীয় এলাকাবাসী ও নির্যাতিত ছাত্র অভিভাবকেরা এই প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বক্তরা চকগোপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে সিমাহীন দুর্নীতি, অনিয়ম, শিক্ষার্থীর নিকট থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায়, নিয়োগ বানিজ্যের কথা তুলে ধরে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ অপসারণের দাবির জানান।
বক্তরা আরোও বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম, দূর্নীতি ও ছাত্র নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না।অচিরেই যেন বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন, সেই দাবীও তারা জানিয়েছেন।
এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষার্থী অভিভাবক, তহমিনা বেগম, আয়নাল হক, স্থানীয় এলাকাবাসি আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, ইয়াপেশ আলী, বাহাদুর আলী, জুয়েল রানা, দেলবর রহমান ও মকবুল হোসেন প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।