মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চকউলী বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে বিদ্যালয় চলাকালিক অধ্যক্ষের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে ভর্তি করা হয়েছে। জানান চকউলি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার আবেদনের শেষ তারিখ ছিল ৭ নভেম্ভর। প্রতিষ্ঠানে ল্যাব সহকারী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগের দাবি নিয়ে ওই প্রতিষ্ঠানের দাতা গোষ্ঠী ও স্থানীয় রুস্তম আলী, আব্দুস সালাম, ইয়াসিন আলী ইয়াকুব সাইফুল ইসলাম, মকবুল সহ ৩০/৩৫ জন মুরুব্বী সোমবার দুপুরে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাত করে দুটি পদে নিয়োগের সুপারিশ করেন।
এতে অধ্যক্ষ নজরুল ইসলাম ক্ষিপ্ত হন পরে তার দুই ভাগনে মাসুদ ও আবদুল জলিলের সঙ্গে স্থানীয় লোকজনে কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এ সময় অধ্যাপক নজরুল ইসলাম পড়ে গিয়ে টেবিলে থাকা কাঁচের সঙ্গে ধাক্কা লেগে মাথা কেটে যায়। এ বিষয়ে জানাতে চাইলে অধ্যক্ষ নজরুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় রুস্তম আলী জানান, ইতিপূর্বে নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, ছাত্রদের মারধর, স্বজন প্রীতি নিয়োগের আগেই অর্থ ভাগাভাগি সহ নানা অনেমের অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বারংবার তদন্ত করেছেন। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চকউলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে মারধরের ঘটনা একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।