মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জেহের আলীর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মালামাল চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে পাওয়া গেছ । গত (শনিবার ১১ মার্চ) উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের পরানপুর উত্তরপাড়া গ্রামের ঘটনা ঘটে।
অভিযুক্ত হামলাকারীরা হলেন, উপজেলার পরানপুর উত্তরপাড়া গ্রামের আয়েন উদ্দিন মোল্লা(৫০), আয়েন উদ্দিনের স্ত্রী শামীমা আক্তার মিনি(৪৫) ছেলে শামীম হোসেন (২৫), শামীমের স্ত্রী লিজা আক্তার, এবং একই গ্রামের আনিসারের ছেলে নুরুজ্জামান (মিঠু) সহ অজ্ঞাত আরো চার পাঁচ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
এ ঘটনায় আহত মোঃ আয়েন উদ্দিন মোল্লার দাবি, ঘটনার দিন তারা আমাকে মারধর করে এতে আমার ১টি দাঁত ভেঙে রক্ত বের হতে থাকে, এ অবস্থা দেখে আমার ছেলে, স্ত্রী সহ আত্মীয়-স্বজনরা জেহের মাস্টারের বাড়িঘরে ভাঙচুর করে।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জেহের আলী মাস্টারের জানান, ঐদিন আয়েন উদ্দিন, আমার ধানি জমিতে খুঁটি পুঁতে দখলের চেষ্টা করে। এ বিষয়টি তার কাছে জানতে চাইলে আয়েন উদ্দিন আমার উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে আয়েন উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িঘরে হামলা চালায় ঘরের দরজা জানালা প্রাচীর সব ভেঙে তছনছ করে। একপর্যায়ে তারা ঘরে ডুকে নগদ টাকা স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। তিনি আরো জানান আমার স্ত্রীও একজন শিক্ষক ঐদিন আমরা দুজন ছাড়া বাড়িতে কেউই ছিল না। জীবনের ভয়ে অন্য একটি ঘরে দরজা বন্ধ করে ছিলাম। পরের স্থানের এসে আমাদের উদ্ধার করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।