মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়”এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার ১০ই মার্চ বেলা ১১ এ দিবস উপলক্ষে উপজেলা চত্বরে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর-নবীসহ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্ৰহণ করেন।
উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখার) আয়োজনে দিবসটি পালন শেষে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরে মহড়া প্রদর্শন করেন