আমজাদ হোসেন, নওগাঁ প্রতিবেদকঃ
উঠেছে, ঘটনাটি ঘটেছে নওগাঁ মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের শিয়াটা গ্রামে, অভিযোগসূত্রে জানা যায় আব্দুল বাকী সোনার ও আব্দুল বারী সোনার, শহিদুল ইসলামের তফসিলে বর্ণিত সম্পত্তি সেখানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমি বের করে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে কিন্তু বিবাদী আব্দুল বারী ও আব্দুল বাকী সন্ত্রাসী কায়দায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে এবং জমির মাপঝোক ছাড়াই ঘর নির্মাণ কাজ শুরু করে দেয় এবং আমার বাড়ী যাতায়াত রাস্তা বন্ধ করে। এ বিষয়ে বাদী শহিদুল ইসলাম বলেন , একই গ্রামের মোঃ হায়দার সোনারের ছেলে আব্দুল বারী ও বাকি সোনার, তারামসজিদ এবং ঈদগাহে যাতায়াতের রাস্তা বন্ধ করে এবং আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া তফসিলে বর্ণিত জমি জোরপূর্বক দখল করে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করেছে এতে আমরা বাধা-প্রদান করতে গেলে আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি প্রদান এবং আমার বসতবাড়িতে ভাঙচুর করে তারা
এ বিষয়ে একাধিক এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন , আব্দুল বাকি ও বারী আমাদের সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে ও শহিদুলের জায়গা জমি দখল করে ঘর নির্মাণ করছে তারা।
এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান অভিযোগ পেয়েছি পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।