মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রয় ও বিতরণে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি, ট্যাগ অফিসার ছাড়াই পণ্য বিক্রিয় করা এবং বিতরণকৃত পণ্যে চাল, ডাল, তেল কম দামে পরিষদের সামনে প্রকাশ্যে বেচাকেনা সহ নানা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সরেজমিনে কসব ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণের এমন চিত্র দেখা যায়। প্রতি গ্রাহকের মাঝে ৪৮০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল ২ কেজি মুশুরি ডাল ও ২ লিটার ভোজ্য তেল দেয়ার কথা থাকলেও। বাস্তব চিত্র ভিন্ন পাঁচ কেজি চাল পরিমাপ কম। ২ কেজি ডালের পরিবর্তে দেওয়া হয়েছে ১ কেজি ৯৫০ গ্রাম আবার অনেকে পেয়েছে ১ কেজি ৯৭০ গ্রাম। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উপকারভোগী জানান, টিসিবি পণ্য বিতরণের খবর আমাদের জানানো হয়নি আমরা লোকমুখে শুনে এসেছি। ফ্যামিলি কার্ড ধারীদের বিতরনের খবর জানানো হয় না। তাই তারা পণ্য নিতে সময় মত আসতে না পারলে। পরবর্তীতে এসব পণ্য কৌশলে তারা বিক্রি করে দেন। শুধু তাই নয়, ট্যাগ অফিসার ছাড়াই একসঙ্গে ১৫/২০ টি টিসিবি নিয়ে যাই অনেকে। এ ঘটনায় কসব ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান পরিষদের সামনে চাল বিক্রির কথা স্বীকার করে তিনি বলেন, কয়েকজন লোক কিছু চাল কিনেছেন খবর পাওয়ার পর তাদেরকে নিষেধ করা হয়েছ। আর যে সকল সুবিধাভোগী চাল, ডাল, তেল পাওয়ার পরে বিক্রি করেছেন তাদের কার্ড বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।