মোঃ রাহয়ান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ট্রাক্টর ও ভুটভুটির সংঘর্ষে আনিছার রহমান নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আনিছার কশব ইউপির চকবালু গ্ৰামের মৃত আফসার আলীর ছেলে বলে জানা যায়। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আনিছার ও ভুটভুটির চালক জাহাঙ্গীর চকবালু গ্রাম থেকে খড় ক্রয়ের জন্য নিয়ামতপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে জোতবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তারা ভুটভুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে আনিছারের মৃত্যু হয়। এবং ভুটভুটির চালক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর -এ আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় মৃত আনিছারের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।