মোঃ রাহয়ান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ট্রাক্টর ও ভুটভুটির সংঘর্ষে আনিছার রহমান নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আনিছার কশব ইউপির চকবালু গ্ৰামের মৃত আফসার আলীর ছেলে বলে জানা যায়। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আনিছার ও ভুটভুটির চালক জাহাঙ্গীর চকবালু গ্রাম থেকে খড় ক্রয়ের জন্য নিয়ামতপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে জোতবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তারা ভুটভুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে আনিছারের মৃত্যু হয়। এবং ভুটভুটির চালক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর -এ আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় মৃত আনিছারের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।