মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় সেলিম রেজা (৬৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে একই মোটরসাইকেলে থাকা (নিহতের জামাই) আব্দুল মজিদ (৪০) গুরুতর আহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক মহাসড়কের বুড়িদহ বাজারের অদুরে (সুজনসখি) খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা বিষ্ণুপুর ইউপির দাসপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে। স্থানীয়রা আহত আব্দুল মজিদ কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানাগেছে, সেলিম রেজা মোটরসাইকেল নিয়ে অসুস্থ মেয়ের শাশুড়িকে দেখার উদ্দ্যেশে হাসপাতালে যাচ্ছিছিলেন।
এমন সময় ঘটনাস্থলে একটি মাছ বহন পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে ট্রাক্টরের চাকায় মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মেয়ের জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য সকালে শ্বশুর ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেল যোগে হাসপাতালে যাচ্ছিলেন।এসময় সুজনসখী ঘাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শ্বশুর সেলিম রেজা মারা যান। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিহত সেলিম রেজার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মোঃ রায়হান আলী নওগাঁ