মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজেশে রাস্তা মেরামত ও বর্ধিতকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে অনউন্নত রাজস্ব"বাজেট মেরামত ও সংরক্ষণ এর অধীনে গ্রামীণ সড়ক মেরামত প্রকল্পের আওতায় উপজেলার হেড কোয়াটার প্রসাদপুর বাজার চৌরাস্তা হতে বিজয়পুর পর্যন্ত ২ কিঃ ২৫ মিটার রাস্তা সংস্কারের কাজে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা। কার্যাদেশ অনুযায়ী কাজ শুরু হয় ৩০ অক্টোবর ২৩ইং এবং কাজ শেষ হওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে যথাসময়ে কাজ সমাপ্ত করতে পারেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এলজিইডির অফিস সূত্রে জানা যায়, দরপত্র আহ্বানের পর এই সংস্কার ও বর্ধিতকরণ কাজ পান নীরা মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে কাজটি অন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। কিন্তু সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ইট, বালি, খোয়া, এমনকি সাব-বেইজে বালির পরিমাণ বেশি ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের দৃশ্য দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিভিন্ন কাজে অনিয়মের কথা শুনেছি কিন্তু এখন উন্নয়নের নামে পুকুরচুরি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এত টাকা বরাদ্দের কাজে এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হবে আমরা কল্পনা করতে পারিনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন দ্রুত এসব নিম্নমানের সামগ্রী পরিবর্তন করে সঠিকভাবে কাজ করার অনুরোধ জানাচ্ছি। তবে এ ব্যাপারে সাব ঠিকাদার নওশাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথা বলে এক্সচেঞ্জ স্যারের সঙ্গে কথা বলেন তারপর লেখালেখি করতে বলেন। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কিছু নিম্নমানের ইট সহ অন্যান্য মালামাল পরিবর্তন করার নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও আপনারা যে সমস্যার কথাগুলো বলেছেন সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।