মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দিন-দুপুরে মুদি দোকান ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউপির কালিকাপুর বাজার সংলগ্ন (যদুর) মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহেল রানা (৪০) ঘাটকৈর গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে বলে জানা যায়। অপরদিকে অভিযোক্তরা করা হলেন, সদর ইউপির কালিকাপুর গ্রামের মৃত আঃ সালামের ছেলে সানোয়ার হোসেন ও তার স্ত্রী শিউলি বেগম (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটানার দিন নিজ বাড়ি থেকে কালিকাপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে যদুর মোড় এলাকায় পৌঁছালে সানোয়ার ও তার স্ত্রী সোহেল রানার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিটের এক পর্যায়ে হাসুয়া দ্বারা কুপমেরে রক্তাক্ত যখন করে। এ সময় তার কাছে থাকা ব্যবসায়িক ২৩ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ঘটনার সত্যতা জানতে সানোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা সত্য নয়। তবে তার সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা কেটে যায়। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।