মোঃ রায়হান আলী নওগাঁঃ
নওগাঁ মান্দায় দোকান ঘরের দেয়াল ভেঙ্গে একটি ওষুধ ফার্মেসির মালামাল চুরির অভিযোগে পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ১লা ডিসেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউপির কুলিহার বাজারে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক সোহেল রানা বাদী হয়ে মান্দা থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায ঘটনার দিন রাত আনুমানিক ১টার দিকে চকভবানী গ্রামের মৃত গোকুল সরদার ছেলে আব্দুস সামাদ, তার ছেলে আতোয়ার হোসেন, আবু রায়হান লিটন, এবং নিচ-কুলিহার গ্রামের শামসুদ্দিন ছেলে রফিকুল ইসলাম, জাফরাবাদ গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকসহ সঙ্ঘবদ্ধ কয়েক জন দোকান ঘরের সামনের শাটার বন্ধ করে ভিতরে পাকা ওয়াল ভেঙ্গে মালামাল চুরি করার সময় বাজারের নৈশ্য প্রহরী লীলা মন্ডল দেখতে পেয়ে রাতে দেওয়াল ভেঙ্গে মালামাল চুরি করার বিষয়ে জানতে চাইলে তারা নীলা মন্ডলকে ভয়ভীতি প্রদান করে। বাধ্যহয়ে নৈশ্য প্রহরী বিষয়টি বাজার কমিটির সভাপতি এবং দোকান মালিককে অবগত করেন।
এ ঘটনায় দোকান মালিক সোহেল রানার কাছে দোকান চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার দোকানে প্রায় তিন লক্ষাধিক টাকার ঔষধ, ল্যাপটপ কম্পিউটার, টেবিল, চেয়ার, ব্যাংকের চেক ও বীমার গুরুত্বপূর্ণ কাগজ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা। ঘটনার তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
তবে অভিযুক্ত আব্দুল মান্নান জানান, দোকান ঘরের জায়গাটি আমাদের কিন্তু বাঁশবাড়িয়া গ্রামের সোহেল রানার বাবা হাফিজুল হক দীর্ঘদিন ধরে দোকান ঘরটি জবর দখল করে আসছিল। আমরা সেটি বর্তমানে দখলে নিয়েছি সেখানে চুরির কোন ঘটনা।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর- এ আলম সিদ্দিকী জানান দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।