মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রী বিনয় চন্দ্র মন্ডল একই ইউনিয়নের বিলদুবলা গ্রামের মৃত শ্রীকণ্ঠ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাশের গ্ৰামে তফসের নামে এক ব্যাক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য তাকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভিতরে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।