মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম। তিনি নাটোরের সিংড়া থানায় সুনামের শহিত দীর্ঘ ৩ বছর দায়িত্ব পালন শেষে বদলি হয়ে মান্দা থানায় ১১/১০/২২ইং তারিখে যোগদান করেন।
ইতিপূর্বে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওসি হিসেবে বগুড়ার কাহালু, পাবনার আতাইকুলা থানায় দায়িত্বপালন করেন। ওসি তদন্ত হিসেবে বগুড়া ও পাবনা সদরে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
তিনি ২০০১ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। যোগদানের পর ২০১৬/১৭ সালে কর্মদক্ষতা, জঙ্গীবাদ নির্মূলে সাহসী ভূমিকা রাখায় একাধিকবার আইজিপি পদক ও ২০১৮ সালে পুলিশের সর্বোচ্চ বিপিএম পদক পান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি।
মান্দায়, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্যবিবাহ নির্মূলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নুর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।