মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিয়োগের পূর্বে অর্থ লেনদেন প্রার্থীতা যাচাই-বাছাই স্বজন প্রীতি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৭তে অক্টোবর) দুপুরে উপজেলা ভালাইন ইউপির বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক যোগসাজস করে নিয়োগের পূর্বেই অর্থিক লেনদেন করছেন। এমনকি ম্যানেজিং কমিটির অন্য সদস্যদেরকে না জানিয়ে তারা এমন কর্মকান্ড চালাচ্ছেন। ইতি মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি মহোদয় উক্ত প্রতিষ্ঠানের পাঁচটি পদে জনবল নিয়োগের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেন তার । চুক্তিবদ্ধ অনুয়ায়ী তারা প্রার্থীদের নিকট থেকে অগ্রিম কিছু টাকা গ্রহণ করেছেন এমন খবর ছড়িয়ে পড়াই এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সুষ্ঠভাবে নিয়োগের দাবীতে এলাকার সর্ব মহলের লোকজন ও সুধিজন এই প্রতিবাদ সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, ভালাইন ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম বারেক,আওয়ামী যুবলীগের আহ্বায়ক রশিদুল ইসলামসহ, বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অসিমদ্দিন দেওয়ান, দেলোয়ার হোসেন, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মুত্তালিব হোসেন, তানজিমুল ইসলাম পলাশ সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে স্বচ্ছ ভাবে নিয়োগ প্রদানের দাবি জানান।