আমজাদ হোসেন নওগাঁ
নওগাঁর মান্দায় নিজেদের পুকুরের নিজেরাই বিষ প্রয়োগ করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এমন অভিযোগে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার দিবাগত উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুর মালিক আব্দুল মতিন উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের লালবর সরদারের ছেলে। অভিযোগকারী আব্দুল মতিনের অভিযোগ সূত্র জানা গেছে, ঘটনার দিন রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে তার নিজ পুকুর ভালো দেখে ঘুমিয়ে পড়েন। এরপর তিনি সকালে উঠে দেখেন পুকুরে মাছ মরে ভেসে আছে। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জের ধরে উদ্দেশ্য প্রণীতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন যা ঘটনার সঙ্গে কোন মিল নেই। এ ঘটনাই ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য সোলায়মান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিপূর্বে তারা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁদাবাজি সহ দুটি মিথ্যে মামলা করেছেন। আবারো নতুন করে নিজেরাই পুকুরে বিষ দিয়ে সেটির দায়ভার আমাদের উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানাই। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী জানান, পুকুরে বিষ প্রয়োগের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে দু পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেহেতু তৃতীয় পক্ষের কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।