মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মারপিট করে রক্তাক্ত জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার গোপালপুর বাজারের ইসলামী এজেন্ট ব্যাংকের সামনে এই মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মামুনুর রশিদ (৪৫) উপজেলার পরানপুর ইউপির মৃত রোস্তম আলীর ছেলে। অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী আব্দুর কুদ্দুস (৪০), পিতা মোঃ হান্নান, এছাড়াও পরানপুর গ্রামের রেজু (৩০), মমিন (২২), রবিউল ইসলাম (৩২), আতাউর রহমান (৩০) সর্ব পিতা আব্দুল কুদ্দুস সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন। জানাগেছে, ঘটনার দিন সকালে ভুক্তভোগী মামুনুর রশিদের খলিয়ানে বেড়াদেওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় অভিযুক্তদের সঙ্গে। এই ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় গোপালপুর বাজারে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে মামুনুর রশিদের ওপর লাঠি, লোহার রড, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত এলোপাতাড়ি ভাবে মারপিট করেন। মারপিটে ঘটনায় মামুনুর রশিদের হাঁটুতে ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এবং লাঠির আঘাতে চারটি দাঁত গুরুত্বর জখম হয়েছে। সেই সাথে ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছেন। পরে আহত মামুনুর রশিদকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।