মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মা-বাবার দোয়া ফার্নিচার স্মার্ট এন্ড ভিশন শোরুমের টিনের চালা কেটে
দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । উক্ত ঘটনায় দোকান মালিক সোলায়মান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে জানা যায় -২৪/০৭/২০২৪ তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকার সময় ব্যবসায় প্রতিষ্ঠান তালাবদ্ধ করে নিজ বাড়ী উদ্দেশ্যে চলে যায় দোকান মালিক সহ কর্মচারী । যথারীতি ইং-২৫/০৭/২০২৪ তারিখ ভোর অনুমান ০৫:১৫ ঘটিকার সময় ফজরের নামাজ আদায় শেষে সে ব্যবসায় প্রতিষ্ঠানে আসলে তার দোকানের তালা খুলে প্রবেশ করে দেখতে পায় দোকানের পিছনে চালের টিন ধারালো অস্ত্র দিয়ে কেঁটে অজ্ঞাত চোর/চোরেরা দোকান ঘরে প্রবেশ করে দোকানে থাকা ভিশন ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট মনিটর ০৮ (আট) টি যার মূল্য-২,০৮,০০০/- টাকা ০২ (দুই) টি র্যাংস্ ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট মনিটর টিভি যার মূল্য-৪০,০০০/- টাকা, দরজার পর্দা ০৭ (সাত) সেট যার অনুমানিক -৩,৮৫০/- টাকা মূল্যর পণ্য চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে জানতে চাইলে দোকান মালিক মো: সোলাইমান প্রাং বলেন, আমার দোকান ঘরের জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে একই গ্রামের কয়েকজনের সাথে দ্বন্দ্ব চলে আসছে। তাঁরই এই কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, দোকান চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।