মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এক ভ্যানচালকের বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৮ দিকে উপজেলার তেঁতুলিয়া ইউপির পিড়াকৈর গ্রামের সুরুত আলীর বাড়ীতে এই ঘটনা ঘটে। সুরুত আলী জিরু পিড়াকৈর গ্রামের মৃতরমজিবর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান ,আগুন লেগে ভূক্তভোগীর প্রায় ৬-৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যেই বিস্তার লাভ করেছে আগুন। জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ীঘর। স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিভানো হলেও তার বাড়ীঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ভূক্তভোগী সুরুত আলী একজন পেশায় ভ্যান চালক। তার বাড়ীতে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তার করুন অবস্থা। তার বাড়ীতে থাকা আসবাবপত্র, ধান, চাল,শ্যালো মেশিন,টিভি, ফ্রীজ এবং এনজি থেকে উঠানো নগদ ৫০ হাজার টাকা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এনিয়ে চরম বিপাকে পড়েছেন ভূক্তভোগী পরিবার। এই ঘটনা জানার পর তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। এব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ভূক্তভোগী পরিবারকে সহায়তা করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।