মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ মান্দায় ধান, সরিষা, গম, বীজ ব্যবসায়ী প্রাণনাশের কে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ১০নং নুরুল্লাবাদ ইউনিয়নের চকরাম প্রাসাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল লতিফ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অভিযোগ করেন। জিডি নং ৬৮৭। অভিযুক্তরা হলেন, চকরামপ্রাসাদ গ্রামের শহিদুল ইসলাম ছেলে আলা-আমিন হোসেন, আব্দুস সালাম ছেলে মিন্টু সরদার, রিয়াজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন, মৃত মহির সরদার ছেলে আব্দুস সালাম ও আবুবক্কার। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আব্দুল লতিফের ব্যক্তি মালিকানা পুকুরে বিবাদীগণ প্রায়ই তাদের পালিত হাঁস পুকুরে ছেড়ে দেন। এতে বাধা নিষেধ দেওয়ায় বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারকে মারধরের ঊর্ধ্বত হয় ও প্রাণনাশের হুমকি প্রদান করে। স্থানীয় মকবুল হোসেন মনসুর ও সিরাজ উদ্দিন জানান, আব্দুল লতিফ কে মারপিট করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে পাশাপাশি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা তার খুঁটি ও বাঁসের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে এতে এলাকার লোকজনের চলাচলের অসুবিধা হচ্ছে। তবে এসব বিষয় সম্পূর্ণ সত্য নয় বলে দাবি করেন বিবাদী শহিদুল ইসলাম। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল লতিফ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।