মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভিজিডি কার্ড করে দেওয়ার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে ১০নং নুরুল্যাবাদ ইউপির চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিকের বিরুদ্ধে। ঘুষ নিয়েও কার্ড করে দেননি ইউপি চেয়ারম্যান, এমন অভিযোগ এনে গত রবিবার (১ জানুয়ারি ২৩) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন আঁখি নামের এক ভুক্তভোগী।
অভিযোগে সূত্রে জানা যায়, নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক ভিজিডির কার্ড দেওয়ার কথা বলে প্রতি জনের কাছ থেকে ৫ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু চাহিদার তুলনায় বেশি আবেদন ফরম জমা পড়েলে কতৃপক্ষ লটারির সিদ্ধান্ত গ্ৰহন করেন। আর এতেই চেয়ারম্যানের ঘোষবাণিজ্যের তথ্য ফাঁস হয়ে যায়। লটারির তালিকায় টাকা নেয়া ব্যক্তিদের নাম না আসলে ভুক্তভোগীরা চেয়ারম্যান কাছে টাকা ফেরত চাইলে তাদের হুমকি ধামকি প্রদান করেন।
নুরুল্যাবাদ ইউপির গোয়ালমান্দা গ্রামের আরো দুই ভুক্তভোগী, মধুমালা ও হাফিজা বেগম জানান চেয়ারম্যান আমাদেরও ভিজিডির কার্ড করে দিবেন বলে ৫ হাজার করে টাকা নিয়েছেন কিন্তু আমরা কার্ড পাইনি। টাকাও ফেরত দিচ্ছে না।
তবে নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক কাছে ভিজিডির কার্ড দেওয়ার কথা বলে টাকা ঘুষ নেওয়ার কথা জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি কারো কাছে কোন টাকা পয়সা গ্রহণ করিনি।
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ আমার কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।