মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভূমিহীনদের উচ্ছেদ করতে বসতবাড়ীতে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে সুম্ভু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সুম্ভুনাথ উপজেলার ভারশোঁ ইউপি ও গ্রামের বিশ্বনাথ প্রামাণিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভারশোঁ মধ্যপাড়া গ্রামে। ভূক্তভোগীরা হলেন, একই এলাকার মৃত আটু মন্ডলের প্রতিবন্ধী ছেলে নমের মন্ডল ও মৃত মেছের আলীর ছেলে রাজেন আলী সরদার । ভূক্তভোগী পরিবারের লোকজন জানান, আমাদের কোন জমিজমা না থাকার কারণে সরকারি ভিপি সম্পত্তিতে প্রায় ত্রিশ বছর ধরে বসবাস করে আসছি। মাঝে মধ্যেই এলাকার সুম্ভু নামে ব্যক্তি আমাদেরক উচ্ছেদ করতে পাঁয়তারা করেন এবং হুমকি দেন। আমরা ৮টি পরিবার ত্রিশ বছর ধরে এই সরকারি জমিতে বসবাস করে আসছি। সরকার আমাদেরকে কোন সরকারি ঘর দেয়নি, যে সেখানে গিয়ে থাকবো। আমাদেরকে উচ্ছেদ করতে শুক্রবার রাতে সুম্ভু দলবল নিয়ে এসে বসতবাড়ীসহ রান্নাঘর ভেঙ্গে দেয়।আমরা এর বিচার চাই।
এদিকে অভিযুক্ত সুম্ভুনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমার ভিপি লীজকৃত জমিতে তারা বসবাস করে আসছেন। পূনরায় ভিপি লীজকৃত জমি দখলের জন্য বাঁশকাঠ দিয়ে তারা রান্নাঘর তৈরি করার চেষ্টা করেন। তখন আমার ছোট ভাইয়ের বউ ভেঙ্গে দেয়। তবে লীজের কাগজ দেখতে চাইলে তিনি ৫ বছর পূর্বের কাগজ দেখিয়ে বলেন, নতুন করে কাগজ নবায়ন করতে দিয়েছি। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।