মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় যথাযজ্ঞ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ১২টা ১মিনিটে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মান্দা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সংস্কৃতি ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ মোরশেদ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মাহবুবা সিদ্দিকী রুমা, মান্দা-নিয়ামতপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার (ওসি) নুর এ আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আর কয়েকজন।