মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে মোখলেসুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নুরুলাবাদ ইউপির নিখিড়া পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মজিবর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন(৬০) ছেলে মোখলেসুর রহমান(৪০)ও মোখলেসুরের ছেলে সুমন আলী(২০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেসুর কে মৃত ঘোষণা করেন। ওপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানান গাছে পাতা কাটতে গিয়ে অসাবধানতা বশত মৌচাকে বাঁশের লগীর আঘাত লাগলে মৌমাছি গুলো আক্রমণ করে এতে তারা আহত হন।